বিবিধ Fatwa Cover

"আল্লাহুম্মা আমীন" বলে দুআ শুরু করার হুকুম


প্রশ্ন

"আল্লাহুম্মা আমিন" বলে মোনাজাত শুরু করে "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ" বলে মোনাজাত শেষ করা কি বিদআত?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

না, এটি বেদআত নয়। তবে একে জরুরী মনে করা বেদআত। তবে দুআ করার সুন্নাত পদ্ধতি হল, যেমনটি হাদীসে বর্ণিত- فضالة بن عبيد يقول : سمع النبي صلى الله عليه و سلم—-إذا صلى أحدكم فليبدأ بتحميد الله والثناء عليه ثم ليصل على النبي صلى الله عليه و سلم ثم ليدع بعد بما يشاء হযরত ফুযালা বিন উবায়েদ রাঃ বলেন, রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যখন তোমাদের কেউ দুআ করে, তখন প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা বাক্য পাঠ করবে, তারপর নবীজী সাঃ এর উপর দরূদ পাঠ করবে, তারপর যা মনে চায় তা চাইবে।

- والله اعلم باالصواب -

সুত্র

  • সুনানে তিরমিজী, হাদীস নম্বর: ৩,৪৭৭
  • সহীহ ইবনে হিব্বান, হাদীস নম্বর: ১,৯৬০