কুরবানী ও আকিকা Fatwa Cover

অংশীদারিত্বের কুরবানী

ইসলামী জিন্দেগীকুরবানী ও আকিকা


প্রশ্ন

আমরা জানি যে, একটি গরুর কুরবানীতে সাত জন অংশীদার হতে পারে। তবে অংশীদারদের সাত অংশের মাঝে ছয় অংশ ছয়জন পূর্ণ অংশের শরীক, আর দু’জন মিলে যদি এক অংশের শরীক হয় তাহলে কুরবানী সহীহ হবে কি-না?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

গরু, মহিষ ও উট ইত্যাদির কুরবানীতে যেমন সাত অংশের বেশী জায়িয নয়, তেমনি সাত জনের বেশী অংশীদার হয়েও কুরবানী করা জায়িয হবে না। যদি কেউ এরুপ করে তাহলে কোন অংশীদারের কুরবানীই সহীহ হবে না। সুতরাং দুই বা ততোধিক ব্যক্তি মিলিতভাবে কুরবানীর পশুর সাত অংশের মধ্য হতে একটি অংশে শরীক হলেও কুরবানী জায়িয হবে না। তবে উল্লেখিত মাসআলাটি ওয়াজিব কুরবানী ও নিজের নামে কুরবানীর ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু অন্যের নামে নফল হলেও কুরবানীর ক্ষেত্রে একাধিক ব্যক্তি এক অংশে শরীক হতে পারে। যেমন একাধিক ব্যক্তি শরীক হয়ে গরুর সপ্তমাংশ রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামে কুরবানী করল অথবা চার পাঁচ ভাই মিলে পিতা-মাতার নামে ঈসালে সাওয়াবের উদ্দেশ্যে একটি ছাগল বা কুরবানীর গরুর সপ্তমাংশে শরীক হয়ে কুরবানী করল তাহলে এতে কোন প্রকার অসুবিধা নেই। বরং এরুপ অবস্থায় কুরবানী সহীহ হবে।

- والله اعلم باالصواب -

সুত্র

  • দুররে মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৩১৫
  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩১৫
  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৫০৭
  • ইমদাদুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৫৭৩
  • ফাতাওয়া মাহমূদিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৮৮
  • ফাতাওয়া রহীমিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৯০
  • ফাতাওয়া মাহমূদিয়া, খন্ড: ১৪, পৃষ্ঠা: ৩৩৬