
প্রশ্ন
আমি যায়েদের সাথে ধান বিক্রির জন্য এ মর্মে অগ্রিম চুক্তি করতে চাচ্ছি যে, সে আমাকে নগদ পাঁচ হাজার টাকা দিবে আর পাঁচ দিন পর আমি তাকে দশ মণ নির্দিষ্ট প্রকার ধান দিব। জানার বিষয় হল, উক্ত সময়ের জন্য অগ্রিম খরিদ লেনদেন করা বৈধ হবে কি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
হ্যাঁ, এত অল্প সময়ের জন্যও কারবারটি জায়েয হবে। কারণ প্রশ্নোক্ত চুক্তিটি বাইয়ে সালাম (অগ্রিম খরিদ) চুক্তি। আর বাইয়ে সালাম চুক্তি স্বল্প মেয়াদের জন্যও জায়েয।
- والله اعلم باالصواب -
সুত্র
- বাদায়েউস সানায়ে, খন্ড: ৪, পৃষ্ঠা: ৪৪৯
- খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: ৩, পৃষ্ঠা: ৪
- আলমাজমূ, খন্ড: ১২, পৃষ্ঠা: ১৮৮
আনুষঙ্গিক ফতোয়া
- দর-কষাকষি করে ক্রয় বিক্রয়
- বিক্রিকৃত পণ্য অন্যত্র বিক্রি করে দেবার শর্তে ক্রয়-বিক্রয় করার বিধান কী
- পণ্য ক্রয় করে ক্রেতার কাছেই রেখে দেয়ার শর্তে ক্রয় বিক্রয়ের হুকুম কি
- ক্রয় বিক্রয় এর মূল্যছাড়ে প্রতিনিধির হক্ব কতটুকু?
- জুমার কোন আযানের পর ক্রয়-বিক্রয় নিষিদ্ধ
- ফলনের পূর্বেই নির্দিষ্ট ক্ষেতের শস্য বিক্রি করা
- ফুটপাতে কেনাকাটা
- আড়তের কারবার