
প্রশ্ন
যে ব্যক্তির হাত নেই বা কবজি কনুই পর্যন্ত কাটা তার ইমামতী জায়িয কি-না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
যে ব্যক্তির হাত নেই বা কবজি কনুই পর্যন্ত কাটা তার ইমামতী জায়িয আছে। তবে যে ব্যক্তির উভয় হাত ভাল তাকে ইমাম বানানো উত্তম।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া দারুল উলূম, খন্ড: ৩, পৃষ্ঠা: ১৬৫
আনুষঙ্গিক ফতোয়া
- জানাযার নামাযের পর মৃত ব্যক্তির লাশ দেখানো
- চেয়ারে বসা ব্যক্তির ইমামতি
- ব্যান্ডেজের উপর মাসাহ করা ব্যক্তির পেছনে সুস্থ ব্যক্তির নামায
- একই ব্যক্তির আযান ও ইমামতী
- ধোকাবাজ ও ধুষদাতার ইমামতী
- নামাজরত অবস্থায় ইমামের পিছনে ঘুমিয়ে গেলে করণীয়
- এক মুষ্টির কম দাঁড়ি রাখে এমন ব্যক্তির ইমামতী
- একাকী নামায আদায়কারীর পিছনে ইকতিদা