নামায Fatwa Cover

অঙ্গহীন ব্যক্তির ইমামতী

ইসলামী জিন্দেগীনামায


প্রশ্ন

যে ব্যক্তির হাত নেই বা কবজি কনুই পর্যন্ত কাটা তার ইমামতী জায়িয কি-না?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

যে ব্যক্তির হাত নেই বা কবজি কনুই পর্যন্ত কাটা তার ইমামতী জায়িয আছে। তবে যে ব্যক্তির উভয় হাত ভাল তাকে ইমাম বানানো উত্তম।

- والله اعلم باالصواب -

সুত্র

  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ১৬৫