
প্রশ্ন
আমি কুরবানীর পশু খরিদ করার জন্য হাটে যাই। অসতর্কতাবশত একটি গরুর পায়ের নিচে পা পড়ে আমার পায়ের অগ্রভাগ মারাত্মক জখম হয়। ডাক্তার ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দিয়েছেন। তিনি ব্যান্ডেজ খোলা ও সেখানে পানি লাগাতে নিষেধ করেছেন। এ অবস্থায় আমি কীভাবে অযু করব?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রশ্নোক্ত অবস্থায় সুস্থ হওয়া পর্যন্ত অযু-গোসলের জন্য ব্যান্ডেজের উপর মাসেহ করবেন এবং পায়ের অবশিষ্ট সুস্থ অংশটুকু সম্ভব হলে অন্যান্য অঙ্গের ন্যায় ধুয়ে নিবেন। আর যদি তা ধুতে গেলে ব্যান্ডেজ ভিজে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে পায়ের এ অংশও মাসেহ করতে পারবেন।
- والله اعلم باالصواب -
সুত্র
- সুনানে বায়হাকী, খন্ড: ১, পৃষ্ঠা: ২২৮
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ১, পৃষ্ঠা: ৩৫৭
- বাদায়েউস সানায়ে, খন্ড: ১, পৃষ্ঠা: ৯০
- শরহুল মুনইয়া, পৃষ্ঠা: ১১৬
- আলবাহরুর রায়েক, খন্ড: ১, পৃষ্ঠা: ১৮৭
আনুষঙ্গিক ফতোয়া
- ওযুর অঙ্গে ব্যান্ডেজ থাকলে করনীয়
- ওযুর স্থানে ব্যান্ডেজ থাকলে করনীয়
- অজু করার অঙ্গসমূহে ক্ষত থাকলে কিভাবে অজু করবে
- ওযু-গোসলের ক্ষেত্রে ব্যান্ডেজ থাকলে করণীয়
- পবিত্রতা ঈমানের অঙ্গ না পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ
- ব্যান্ডেজের উপর মাসাহ করা ব্যক্তির পেছনে সুস্থ ব্যক্তির নামায
- ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে ওষুধ প্রবেশ করালে বা রক্ত বের করলে অজু ভেঙ্গে যাবে
- নামাযের মাঝখানে ইমামের উযু ভঙ্গ হলে