
প্রশ্ন
কোনো বিয়েতে মোহরানা নির্ধারিত হয়েছিল দুই লক্ষ টাকা। এর মধ্যে এক লক্ষ ত্রিশ হাজার টাকা গয়না বাবদ উসুল হয়েছে। বাকী ৭০,০০০ টাকা অনাদায়কৃত রয়ে গিয়েছে। প্রশ্ন হল, স্ত্রীর জন্য অনাদায়কৃত টাকার যাকাত হিসাব হবে কি না? উল্লেখ্য, স্ত্রীর কাছে বর্তমানে প্রায় ৭ ভরি স্বর্ণ রয়েছে, কিন্তু কোনো রূপা নেই।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
না, অনাদায়কৃত মোহরের উপর যাকাত ওয়াজিব হবে না। শুধু আদায়কৃত সম্পদের উপর যাকাত আসবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- رد المحتار, খন্ড: ২, পৃষ্ঠা: ৩০৬
- الفتاوى الهندية, খন্ড: ২, পৃষ্ঠা: ২০৭
আনুষঙ্গিক ফতোয়া
- হাতে না পাওয়া মোহরের টাকার উপর যাকাত
- মোহর আদায় করলে যদি যাকাতের নেসাব থেকে কমে যায় সেক্ষেত্রে করণীয়
- যাকাতের কথা উল্লেখ না করে যাকাত দেওয়া
- যাকাতে হিসেব থেকে দীর্ঘমেয়াদী ঋণ কি বাদ দিতে হবে
- নিত্য পণ্য, টাকা, ডিপিএস, সুদী টাকার উপর যাকাত
- যাকাতের অর্থ এবং যাকাত আদায় না করার ক্ষতি
- নিত্য ব্যবহার্য পণ্য ও স্বর্ণালংকারের উপর কি যাকাত আবশ্যক
- বছরের মাঝে নেসাব থেকে টাকা কমে গেলে যাকাত আবশ্যক থাকে না