
প্রশ্ন
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
এক্ষেত্রে তার এখন বয়স কত? কত বছর থেকে রোযা ফরজ হয়েছে? প্রতি রোযায় আনুমানিক কতটি রোযা করে কাযা হয়েছে অনুমান করে একটি হিসেব বের করে প্রবল অনুমানের উপর একটি সংখ্যা নির্দিষ্ট করে ফিদিয়া আদায় করে দিন। فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ ۚ وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ ۖ فَمَن تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَّهُ ۚ وَأَن تَصُومُوا خَيْرٌ لَّكُمْ ۖ إِن كُنتُمْ تَعْلَمُونَ • অতঃপর তোমাদের মধ্যে যে, অসুখ থাকবে অথবা সফরে থাকবে, তার পক্ষে অন্য সময়ে সে রোজা পূরণ করে নিতে হবে। আর এটি যাদের জন্য অত্যন্ত কষ্ট দায়ক হয়, তারা এর পরিবর্তে একজন মিসকীনকে খাদ্যদান করবে। যে ব্যক্তি খুশীর সাথে সৎকর্ম করে, তা তার জন্য কল্যাণ কর হয়। আর যদি রোজা রাখ, তবে তোমাদের জন্যে বিশেষ কল্যাণকর, যদি তোমরা তা বুঝতে পার। (সূরা বাকারা-১৮৪)
- والله اعلم باالصواب -
সুত্র
- حاشية الطحطاوى على مراقى الفلاح, পৃষ্ঠা: ৪৪৭
আনুষঙ্গিক ফতোয়া
- নামায ও রোযার ফিদিয়া কখন কিভাবে আদায় করবে
- শাওয়ালের ছয় রোযায় কাযা রোযার নিয়্যত
- কাযা নামাযের ফিদিয়া দেওয়ার নিয়ম
- অসুস্থ্য ব্যক্তি রোযার মাসের শুরুতেই পুরো মাসের ফিদিয়া আদায় করে দিতে পারবে কি
- রমজানের কাযা রোজার নিয়ত কখন করবে
- রোজা ও যাকাতের ফিদিয়া
- নামাজ রোজার ফিদিয়ার টাকা মসজিদ নির্মাণে ব্যবহার
- রোযার কাফফারা কিভাবে আদায় করবে