
প্রশ্ন
স্ত্রীর কাযা রোযা স্বামী আদায় করতে পারবে কি-না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
স্ত্রীর রোযার কাযা স্বয়ং স্ত্রীরই আদায় করতে হবে। স্বামী অথবা অন্য কেউ আদায় করলে তা আদায় হবে না
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া শামী, খন্ড: ২, পৃষ্ঠা: ৪০২
- ফাতাওয়া দারুল উলূম, খন্ড: ৬, পৃষ্ঠা: ৪২২
আনুষঙ্গিক ফতোয়া
- জিম্মায় কাযা আছে ভেবে শুরু করা রোজা ভেঙে ফেলা
- রোযা অবস্থায় ইনহিলার ব্যবহার
- অসুস্থতার কারণে রোযা না রাখা
- গর্ভবতী নারী রোযা ভেঙ্গে ফেললে পরবর্তীতে তার কতটি রোযা কাযা করতে হবে ফিদিয়া দিলে হবে কি
- কাযা রোজা কোনো শরয়ী কারণ ছাড়া ভেঙ্গে ফেললে করণীয়
- শাওয়ালের ছয় রোযায় কাযা রোযার নিয়্যত
- রমজানের কাযা রোজার নিয়ত কখন করবে
- ইচ্ছেকৃত রোযা ভঙ্গ করলে কাযা আবশ্যক না কাফফারা