
প্রশ্ন
একজন গর্ভবতী মহিলা নামাযে মাটিতে মাথা রেখে সিজদা করতে তার খুব অসুবিধা হয়। এক্ষেত্রে তার জন্য বিকল্প পদ্ধতি আছে কি না? উত্তম পরামর্শ দিলে উপকৃত হব।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
অসুস্থ বা গর্ভবতী মহিলার যদি মাটিতে মাথা রেখে সিজদা করতে বেশি কষ্ট হয় তাহলে সিজদার সময় জমিনে বা সমতলে বসে ইশারায় সিজদা করবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- সহীহ বুখারী, খন্ড: ১, পৃষ্ঠা: ১,১১৭
- জামে তিরমিযী, খন্ড: ১, পৃষ্ঠা: ৩৭২
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ৩, পৃষ্ঠা: ২৭
- শরহুল মুনয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২৬৬
- ইমদাদুল ফাত্তাহ, খন্ড: ১, পৃষ্ঠা: ৪৭১
- রদ্দুল মুহতা, খন্ড: ২, পৃষ্ঠা: ৯৮
আনুষঙ্গিক ফতোয়া
- অসুস্থতার কারণে কোন জিনিসের উপর সিজদা করা
- মাজার বা পীরকে সেজদা করার হুকুম কী
- নামাযে সেজদার তেলাওয়াতের পর যথাসময়ে সেজদা না করলে করনীয়
- মাজুর ব্যক্তির ইস্তেঞ্জা কে করিয়ে দেবে
- চেয়ারে বসে নামায পড়া বিষয়ক কয়েকটি জরুরী মাসআলা
- নামাযের মধ্যে একটি সিজদা ভুলে গেলে
- পীরকে সেজদা করা
- ভুলে রুকুতে যাওয়ার পর পেছন থেকে লোকমা দিলে করণীয়