
প্রশ্ন
অপ্রাপ্ত বয়স্ক সন্তানের মালের উপর যাকাত ফরয হয় কি-না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
যাকাত ফরয হওয়ার জন্য আকেল অর্থাৎ সুস্থ মস্তিকসম্পন্ন ও প্রাপ্তবয়স্ক হওয়া জরুরী। সুতরাং অপ্রাপ্ত বয়স্ক সন্তানের মালের উপর যাকাত ফরয নয়।
- والله اعلم باالصواب -
সুত্র
- আলমগীরী, খন্ড: ১, পৃষ্ঠা: ১৭২
- ফাতাওয়ায়ে শামী , খন্ড: ২, পৃষ্ঠা: ১৬৮
- নসবুররাহ রায়াহ, খন্ড: ২, পৃষ্ঠা: ৩৩৩
- ফাতাওয়ায়ে দারুল উলুম, খন্ড: ৬, পৃষ্ঠা: ৪২
আনুষঙ্গিক ফতোয়া
- সন্তানের ফিতরার টাকা পিতার দিয়ে দেওয়া
- যাকাতের টাকা সন্তানকে দেওয়া
- অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার কণ্ঠে সিজদার আয়াত শুনা
- যাকাতের কথা উল্লেখ না করে যাকাত দেওয়া
- যাকাতের অর্থ এবং যাকাত আদায় না করার ক্ষতি
- সন্তানকে মৌখিকভাবে দেওয়া সম্পদের উপর যাকাত
- যাকাতের যোগ্য না হয়েও যাকাত গ্রহন
- গোরাবা ফান্ডে যাকাত প্রদান ও যাকাত উসূলকারীদের পারিশ্রমিক