
প্রশ্ন
আমাদের এলাকায় ব্যভিচারের মাধ্যমে এক সন্তান জন্ম লাভ করে। পরবর্তী ওই ব্যক্তি মারা যাওয়ার পর সে উত্তরাধিকার সূত্রে মালের দাবি করলে মৃতের মূল ওয়ারিছগণ তাকে অংশ দিতে অস্বীকার করে। এখন আমার জানার বিষয় হল, আসলে কি সে ওই ব্যক্তির পরিত্যাক্ত সম্পদ থেকে কিছু পাবে না? যদি না পায় তাহলে কেন?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
অবৈধ সন্তান ব্যভিচারীর পরিত্যক্ত সম্পদ থেকে কোনো অংশ পাবে না। কেননা শরীয়ত এক্ষেত্রে বংশ সূত্রের স্বীকৃতি দেয় না। আর বংশ সূত্র ছাড়া মিরাসের অধিকারী হয় না। হাদীস শরীফে এসেছে, ‘অবৈধ সন্তান ব্যভিচারী ব্যক্তি থেকে মিরাস পাবে না এবং ওই ব্যক্তিও ঐ সন-ানের মিরাস পাবে না।’
- والله اعلم باالصواب -
সুত্র
- জামে তিরমিযী, খন্ড: ২, পৃষ্ঠা: ৩৩
- মুসান্নাফ ইবনে আবি শায়বা, খন্ড: ১৬, পৃষ্ঠা: ৩২৩
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ৬, পৃষ্ঠা: ৪৫২
- মাবসূত সারাখসী, খন্ড: ২৯, পৃষ্ঠা: ১৯৯
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ২৩, পৃষ্ঠা: ৩৬৪
- তাকমিলা আলবাহরুর রায়েক, খন্ড: ৮, পৃষ্ঠা: ৫০৩
আনুষঙ্গিক ফতোয়া
- মিরাসে পালকপুত্রের অংশিদারীত্ব
- মিরাস সম্পর্কিত বেশ কয়েকটি মাসআলা এবং বন্টনের মূলনীতি প্রসঙ্গে
- এক সন্তানকে মৌখিকভাবে দিয়ে দেওয়া সম্পত্তি মিরাসে বন্টন
- স্ত্রী, দুই মেয়ে, আপন দুই বোন এবং বোনের সন্তানরা ও বড় ভাইয়ের সন্তানদের মাঝে মিরাস বন্টন
- চাচাদের উপস্থিতিতে দাদার মীরাছে এতিম নাতীদের অংশ
- মীরাস বন্টন না হওয়া অবস্থায় কুরবানী পদ্ধতি
- মিরাসে পাওয়া সম্পদের উপর যাকাত
- অংশীদারিত্বের কুরবানী