
প্রশ্ন
জনৈক ব্যক্তি বলেছে, কুরআন তেলাওয়াতের সময় অযু নষ্ট হয়ে গেলে মুখ বা ঠোঁটের দ্বারা কুরআন শরীফের পৃষ্ঠা উল্টানো যায় এবং এর দ্বারা অযু ছাড়া কুরআন ধরার গুনাহ হয় না। জানতে চাই, তার কথাটি কি ঠিক?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
ঐ ব্যক্তির কথা ঠিক নয়। অযু ছাড়া যেমনিভাবে হাত দিয়ে কুরআন মজীদ স্পর্শ করা যায় না, তেমনিভাবে বিনা অযুতে মুখ, ঠোঁট, জিহবা দিয়েও কুরআন মজীদ স্পর্শ করা নাজায়েয।
- والله اعلم باالصواب -
সুত্র
- সুনানে দারেমী, খন্ড: ২, পৃষ্ঠা: ১৬১
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৩৯
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ৮, পৃষ্ঠা: ৯
- আলমুগনী, ইবনে কুদামা, খন্ড: ১, পৃষ্ঠা: ২০৩
- আলমুতহাফ ফী আহামিল মুসহাফ, পৃষ্ঠা: ৪৪৬
আনুষঙ্গিক ফতোয়া
- অজু ছাড়া ফোনের কোরআন শরীফ অ্যাপে স্পর্শ করা
- ওজু ছাড়া কুরআন স্পর্শ করা যায় কি না
- বিনা অজুতে কোরআন শরীফের কভার স্পর্শ করা
- ওজু ছাড়া কুরআন পড়া যাবে কি
- তাওয়াফ অবস্থায় অযু চলে গেলে করণীয়
- মোবাইল, কম্পিউটার স্ক্রীণে থাকা কুরআন কারীমের আয়াত কি অজু ছাড়া ধরা
- কোরআন শরীফ হতে নিয়ে কসম করার বিধান
- পাত্র থেকে কব্জি পর্যন্ত হাত ডুবিয়ে পানি নিয়ে অজু করা