
প্রশ্ন
এক ব্যক্তি তার ১৩ বছর বয়সের সাবালিকা কন্যার নিকট স্থানীয় একটি ছেলের সঙ্গে তার বিবাহের ব্যাপারে তার মতামত জানতে চায়। মেয়ে হ্যাঁ, না কিছুই না বলে চুপ থাকে। তবে মেয়ে মনে মনে উক্ত বিবাহের ব্যাপারে সম্পূর্ণ নারাজ ছিল। এ অবস্থায় তাদের আকদ হয় এবং এখনো মেয়েটি নারাজ হয়েই ঘর-সংসার করছে। জানতে চাই, তাদের বিবাহ সহীহ হয়েছে কি না? এবং তাদের জন্য এখন ঘর-সংসার করা কি বৈধ হচ্ছে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রশ্নোক্ত বর্ণনা মতে তাদের বিবাহ সম্পন্ন হয়েছে। কারণ বিয়ে সম্পর্কে মতামত জানতে চাওয়ার সময় মেয়ের চুপ থাকা এবং প্রত্যাখ্যান না করা এবং পরবর্তীতে ঘর-সংসার করা মেয়েটির সম্মতির প্রকাশ্য প্রমাণ। সুতরাং এক্ষেত্রে নারাজ থাকার অর্থ এই বিয়ে তার মনোপুত না হওয়া এবং এ স্বামীর সঙ্গে ঘর-সংসারে সন্তুষ্ট না হওয়া। এটি বিবাহ সম্পন্ন হওয়ার জন্য প্রতিবন্ধক নয়। অসন্তষ্টচিত্তে সম্মতি দিলেও বিয়ে সহীহ হয়ে যায়।
- والله اعلم باالصواب -
সুত্র
- সহীহ মুসলিম, খন্ড: ১, পৃষ্ঠা: ৪৫৫
- বাদায়েউস সানায়ে, খন্ড: ২, পৃষ্ঠা: ৫০৫
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২৮৭
- ফাতাওয়া বাযযাযিয়া, খন্ড: ৪, পৃষ্ঠা: ৩৬
- ফাতাওয়া সিরাজিয়া, পৃষ্ঠা: ৩৭
- খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: ২, পৃষ্ঠা: ২৬
- ফাতাওয়া খানিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৩৩৯
- আদ্দুররুল মুখতার, খন্ড: ৩, পৃষ্ঠা: ৬৩
আনুষঙ্গিক ফতোয়া
- বিবাহিত মেয়েকে বিবাহে থাকা অবস্থায় দ্বিতীয়বার বিয়ে দেয়ার হুকুম
- বিবাহিতা মেয়ের উপর কি বাবা-মায়ের খরচ বহনের দায়ীত্ব
- সৎ খালাকে বিবাহ করা
- ছেলের শ্বশুরীকে বিবাহ করার হুকুম কি এতে করে ছেলের বিবাহে কোন প্রভাব পড়বে কি
- ব্যক্তির ইসলাম গ্রহণ এবং বিবাহ
- সৎ দাদা কি মাহরামের অন্তর্ভুক্ত
- দুধ-ফুফুকে বিবাহ করা
- ওলী বা অভিভাবক ছাড়া বিবাহ শুদ্ধ হয় না