
প্রশ্ন
আমার পিতা অসুস্থ। তিনি অপরাগতার কারণে নামাযে সিজদা করতে পারছেন না। সিজদার সময় কোন জিনিষ তার কপালের দিকে উঁচু করে রাখলে জায়িয হবে কি-না? যার উপর তিনি সিজদা করবেন।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
অপারগতার কারণে সিজদা না করতে পারলে তার জন্য ইশারায় (মাথা সম্ভব মত নীচু করে রেখে) সিজদা করাই যথেষ্ট। কোন কিছু উঁচু করে ধরার প্রয়োজন নেই।
- والله اعلم باالصواب -
সুত্র
- খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ১৯৬
- আলমগীরি, খন্ড: ১, পৃষ্ঠা: ১৩৬
আনুষঙ্গিক ফতোয়া
- অসুস্থতার কারণে সুন্নত ছুটে গেলে করনীয়
- ওজরের কারনে শুধু নাকের উপর সেজদা করা
- মুক্তাদির ভুলের কারনে সাহূ সেজদা ওয়াজিব হবে কিনা
- নামাযের মধ্যে একটি সিজদা ভুলে গেলে
- নামাযের সেজদা ভুলে গিয়ে তা পরে আদায় করলে সাহু সেজদা দেওয়া প্রয়োজন কিনা
- অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে করণীয়
- পীর সাহেবকে সিজদা করা
- অসুস্থতার কারণে রোযা না রাখা