
প্রশ্ন
অসুস্থতার জন্য প্রায়ই জামা‘আত ছুটে যায়। একদিন বলে ফেলল আর নামায পড়ব না। নামায পড়ে কি লাভ? বালা-মুসীবত দূর হচ্ছে না। যারা নামায পড়ে না তারা কত সুখে আছে। এই কথার দ্বারা কি কি ক্ষতি হতে পারে এবং কি করণীয়?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
কোন মুসলমানের জন্য নামাযের ব্যাপারে এ ধরনের উক্তি করা কুফুরী কাজ। এতে ঈমান চলে যাওয়ার প্রবল আশংকা থাকে। সুতরাং সে ব্যক্তির জন্য খালিস দিলে তাওবা করে সতর্কতামূলক নতুন করে ঈমান গ্রহণ করা ও বিবাহ দুহরিয়ে নেওয়া উচিত।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়ায়ে শামী, খন্ড: ৪, পৃষ্ঠা: ২৪৭
- ফাতাওয়ায়ে তাতারখানিয়া , খন্ড: ৫, পৃষ্ঠা: ৩৯৪
আনুষঙ্গিক ফতোয়া
- অসুস্থতার কারণে সুন্নত ছুটে গেলে করনীয়
- নামায আদায় করা অবস্থায় দাঁতের গোঁড়া দিয়ে রক্ত বের হলে
- জানাযার নামাযের পর মৃত ব্যক্তির লাশ দেখানো
- মৃত ব্যক্তির ছুটে যাওয়া নামায রোযার জন্য সন্তানের করণীয়
- নামাযে মোবাইল বেজে উঠলে করনীয়
- নামাযে বাজে চিন্তা আসলে করণীয় কী নামাযরত অবস্থায় ওজু চলে গেছে মনে হলে কী করবে
- আযান না দিয়ে ইফতারের ঘোষণা দেয়া
- তাকদীরের উপর নির্ভর করে আমল ছেড়ে দেয়া