
প্রশ্ন
এক ব্যক্তি রমযান মাসে সফর করার কারণে কয়েক দিনের রোযা রাখতে পারেনি। রমযানের শেষ দিকে সে অসুস্থ হয়ে পড়ে এবং অনেক দিন অসুস্থ থাকার পর মারা যায়। প্রশ্ন এই যে, উক্ত ব্যক্তির এই রোযার উপর কি কোনো ধরনের কাফফারা দেওয়া ওয়াজিব?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
ঐ রোযাগুলোর কাফফারা দিতে হবে না। কারণ সফর শেষে লাগাতার অসুস্থতা দরুণ সে কাযা আদায়ের সুযোগ পায়নি। আর কাযা আদায়ের মতো সুস্থতার ফিরে না পেলে ফিদয়া বা কাফফারা কোনোটি ওয়াজিব হয় না।
- والله اعلم باالصواب -
সুত্র
- মুসান্নাফ আবদুর রাযযাক, খন্ড: ৪, পৃষ্ঠা: ২৩৭
- বাদায়েউস সানায়ে, খন্ড: ২, পৃষ্ঠা: ২৬৩
- আলবাহরুর রায়েক, খন্ড: ২, পৃষ্ঠা: ২৮৩
- হাশিয়াতু তহতাবী আলালমারাকী, পৃষ্ঠা: ৩৭৫
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ৩, পৃষ্ঠা: ৩৬০
- আদ্দুররুল মুখতার, খন্ড: ২, পৃষ্ঠা: 423-424
আনুষঙ্গিক ফতোয়া
- অসুস্থতার কারণে রোযা না রাখা
- অসুস্থতার কারণে সুন্নত ছুটে গেলে করনীয়
- বার্ধক্যজনিত কারণে রোযা রাখতে অক্ষম হলে করণীয়
- গর্ভবতী নারী রোযা ভেঙ্গে ফেললে পরবর্তীতে তার কতটি রোযা কাযা করতে হবে ফিদিয়া দিলে হবে কি
- অসুস্থতার কারণে রোজা না রেখে এতেকাফে বসা
- রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার
- রোযা রাখতে অক্ষম ব্যক্তির করণীয় কী
- রোজা অবস্থায় ইচ্ছাকৃত বমি করা