
প্রশ্ন
আমার নানাজানের উপর আগ থেকে হজ্জ ফরয ছিল। তিনি হজ্জে যাবেন যাবেন করতে করতে দেরী হয়ে যায়। এর মাঝে হঠাৎ করে তিনি প্যারালাইসিসে আক্রান্ত হয়ে পড়েন। যার দরুন তিনি হাঁটতে পারছিলেন না। নানা চাচ্ছেন তাড়াতাড়ি তার হজ্জটা যেন আদায় করা হয়। তাই এক ব্যক্তিকে তার পক্ষ থেকে বদলি হজ্জ করার জন্য পাঠান। সে নানাজানের পক্ষ থেকে হজ্জ আদায় করে আসে। এর প্রায় বছর খানেক পর আল্লাহর রহমতে নানা প্রায় পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। এখন তিনি একা একা চলা-ফেরা করতে সক্ষম। জানার বিষয় হল, নানা সুস্থ হওয়ার পর কি ঐ হজ্জ যথেষ্ট হবে, নাকি আবার করা লাগবে? তিনি চাচ্ছেন, আবার নিজে গিয়ে হজ্জ করবেন। এটা কি তার ফরয হিসেবে গণ্য হবে না নফল হিসেবে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার নানা যদি শারীরিক ও আর্থিকভাবে হজ্জ আদায় করতে সামর্থ্যবান হয়ে থাকেন তবে তিনি নিজে গিয়ে হজ্জ আদায় করবেন। এক্ষেত্রে তার পক্ষ থেকে আদায়কৃত হজ্জটি নফল বলে গণ্য হবে এবং বর্তমান হজ্জটি ফরয গণ্য হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- শরহু মুখতাসারিত তাহাবী, খন্ড: ২, পৃষ্ঠা: ৪৮১
- সারাখসী, খন্ড: ৪, পৃষ্ঠা: ১৫২
- ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২৮৪
- ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: ৩, পৃষ্ঠা: ৬৪৮
- মুখতারাতুন নাওয়াযিল, খন্ড: ১, পৃষ্ঠা: ৪৯২
আনুষঙ্গিক ফতোয়া
- মক্কায় অবস্থানরত ব্যক্তির দ্বারা বদলি হজ্ব করানো
- নিজে হজ্জ করে নাই এমন ব্যক্তির জন্য বদলী হজ্জ করা
- বদলি হজ্জ ও ফরয হজ্জের পার্থক্য
- বদলী হজ্জের জন্য উপযুক্ত ব্যক্তি
- পিতার ওসীয়্যতের কারণে হজ্জ ফরয না হওয়া সত্ত্বেও বদলী হজ্জ আদায়
- সৌদি নিবাসী দ্বারা বদলি হজ্জ করানো
- বৃদ্ধা মাতাকে রেখে হজ্জে যাওয়া
- হাদিয়ার টাকায় হজ্জ করার দ্বারা ফরজ হজ্জ আদায় হয় কিনা?