
প্রশ্ন
জনাব ইসহাক সাহেব এ বছর পবিত্র হজ্ব আদায়ের উদ্দেশ্যে মক্কা মুকাররমায় গমন করেন। তিনি আল্লাহর মেহেরবানিতে হজ্বের সকল কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পন্ন করেন। কিন্তু সর্বশেষ তওয়াফে যিয়ারতের পূর্বে তিনি অসুস্থ হয়ে পড়েন। যার দরুণ নির্দিষ্ট সময়ে তার পক্ষে তাওয়াফ করা সম্ভব হয়নি। বর্তমানে তিনি সৌদিতে এক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কয়েক দিন পর তার দেশে ফিরতি ফ্লাইট। কিন্তু তিনি এখনও পূর্ণ সুস্থ হননি। তাকে তাওয়াফে যিয়ারত করতে হবে কি? তাওয়াফ না করে দম দেওয়া কি যথেষ্ট? বিলম্বের কারণে তার উপর দম ওয়াজিব হবে কি না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
তাওয়াফে যিয়ারত ফরয। তাই যেভাবেই হোক বিলম্বে হলেও তা আদায় করতে হবে। অসুস্থ অবস্থায় পায়ে হেঁটে না পারলে হুইল চেয়ারে বা যেভাবে সম্ভব আদায় করা যাবে। অন্যথায় সুস্থ হওয়ার পর আদায় করবে। আর তাওয়াফে যিয়ারতের শেষ সময় হল ১২ যিলহজ্ব সূর্যাস্ত পর্যন্ত। অসুস্থতার কারণে এ সময়ের ভিতর তাওয়াফ সম্পন্ন করা কোনোভাবে সম্ভব না হলে পরে যখন সম্ভব হয় আদায় করবে। এক্ষেত্রে বিলম্বের কারণে কোনো দম বা কিছুই দিতে হবে না। কিন্তু যদি কোনোভাবে নির্ধারিত সময়ের ভেতর আদায় করা সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে বিলম্বের কারণে দম দিতে হয়।
- والله اعلم باالصواب -
সুত্র
- সহীহ বুখারী, খন্ড: ১, পৃষ্ঠা: ২২১
- মুসান্নাফ ইবনে আবী শায়বা, খন্ড: ৮, পৃষ্ঠা: ১৩২
- মাবসূত সারাখসী, খন্ড: ৪, পৃষ্ঠা: ৪৪
- বাদায়েউস সানায়ে, খন্ড: ২, পৃষ্ঠা: ৩১১
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ৩, পৃষ্ঠা: ৪৪৯
- মানাসিক, মোল্লা আলী কারী, পৃষ্ঠা: ৩৪৮
- গুনইয়াতুন নাসিক, পৃষ্ঠা: ২৭৩
- আলবাহরুর রায়েক, খন্ড: ২, পৃষ্ঠা: ৩৪৮
- রদ্দুল মুহতার, খন্ড: ২, পৃষ্ঠা: ৫১৮
আনুষঙ্গিক ফতোয়া
- তাওয়াফে যিয়ারত না করেই মাথা মুন্ডিয়ে হালাল হয়ে দেশে চলে এলে করণীয়
- ঋতুস্রাব অবস্থায় তাওয়াফে যিয়ারত ও সাঈ করা
- উকুফে আরাফার আগে উমরা সম্পন্ন করতে না পারলে করণীয়
- দূর থেকে করর যিয়ারত করা
- তাওয়াফে বিদা না করে দেশে চলে এলে করণীয়
- কি কি শর্তে মহিলারা কবর যিয়ারত করতে পারবে
- হজের মধ্যে মাসিক শুরু হয়ে গেলে করণীয়
- কবর যিয়ারত করার হুকুম কি