
প্রশ্ন
শুনেছি যে, আকীকায় মাদা বকরি যবাই করতে হয়। কেউ যদি মাদা বকরির পরিবর্তে নর ছাগল যবাই করে তাহলে কি কোনো সমস্যা হবে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
মাদা বকরি বা নর ছাগল যে কোনোটি দ্বারা আকীকা করা যায়। মাদা বকরি দিয়েই আকীকা করতে হয়-এ কথা ভিত্তিহীন।
- والله اعلم باالصواب -
সুত্র
- জামে তিরমিযী, খন্ড: ১, পৃষ্ঠা: ১৮২
- সুনানে নাসায়ী, খন্ড: ২, পৃষ্ঠা: ১৬৭
- মুয়াত্তা ইমাম মালেক, পৃষ্ঠা: ১৮৬
- মুসান্নাফ ইবনে আবী শাইবা, খন্ড: ১২, পৃষ্ঠা: ৩২২