
প্রশ্ন
আমাদের দেশে অনেক ধনী লোকেরা পরে আকীকা করে। আমরা জানি জন্মের সাত দিন পরে আকীকা করতে হয়। এ ব্যাপারে শরীয়তের বিদান কি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
আকীকা করা ফরয বা ওয়াজিব নয়, বরং সুন্নাত। জন্মের সপ্তম দিনে নাম রাখা ও আকীকা করা উত্তম। সপ্তম দিনে কারো আকীকা না হয়ে থাকলে তার অভিভাবক গণ পরেও যে কোন সময় আকীকা করতে পারবেন। এমন কি সে ব্যক্তি যদি বড় হয়ে নিজে নিজের আকীকা আদায় করেত চায়, তাও করতে পারে। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকীকা নিজেই করেছেন বলে প্রমাণ পাওয়া যায়। আকীকার চামড়ার টাকা গরীবদেরকে দান করা জরুরী।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া মাহমূদিয়া, খন্ড: ১৪, পৃষ্ঠা: ৩২৬
আনুষঙ্গিক ফতোয়া
- সুস্থ্য হলে আকিকা করবে বলার দ্বারা মান্নত হয় কি
- মৃত সন্তানের আকিকা
- কুরবানীর দিন আকিকা দেওয়া
- মৃত বাচ্চার আক্বীকা দেয়া
- মৃত ব্যক্তির নামে আকীকা করা ও আকীকা বিষয়ে জরুরী জ্ঞাতব্য!
- একটি গরুতে সাত শরীক আকীকা করা
- একটি গরুতে একভাগ আকীকা আর বাকি অংশ কুরবানীর নিয়ত করা
- আকীকার হুকুম, সময় ও বাচ্চা ভূমিষ্ট হওয়ার পর করণীয়