কসম-মান্নত Fatwa Cover

আট রাকাত নামাযের মান্নত করলে কয় রাকাতের নিয়ত করে পড়বে

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসকসম-মান্নত


প্রশ্ন

কেউ যদি ৮ রাকাত বা তার অধিক নফল নামায পড়ার মান্নত করে, সেগুলো ৪ রাকাত করে পড়া যাবে নাকি দুই রাকাত করে পড়তে হবে?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

আপনার ইচ্ছে; চার রাকাত করেও পড়তে পারবেন, আবার দুই রাকাত করেও পড়তে পারবেন।

- والله اعلم باالصواب -

সুত্র

  • الدر المختار مع رد المحتار, খন্ড: , পৃষ্ঠা: ৪৫৫
  • تبيين الحقائق, খন্ড: , পৃষ্ঠা: ১৭২
  • البحر الرائق, খন্ড: , পৃষ্ঠা: ৫৩