
প্রশ্ন
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
মৃত ব্যক্তির আপনজনের প্রতি সান্তনা ও সমবেদনা প্রকাশ করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর থেকে হাদীস বর্ণিত আছে। হযরত মু‘আয ইবনে জাবাল রাযি. থেকে বর্ণিত আছে যে, তার এক পুত্র সন্তান মারা গেলে নবী করীম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এই সমবেদনা পত্র লিখেনঃ বিসমিল্লাহির রাহমানির রাহীম আল্লাহর রাসূল মুহাম্মদসাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর পক্ষ থেকে মু‘আয ইবনে জাবালের নামে। তোমার উপর শান্তি বর্ষিত হোক। আমি তোমার কাছে আল্লাহর প্রশংসা করছি, যিনি ছাড়া কোন মা‘বূদ নাই। তারপর এই কামনা করছি যে, আল্লাহ যেন তোমাকে বিরাট বিনিময় দান করেন এবং ধৈর্য ধারন ও আল্লাহর শুকরিয়া আদায় করার তাওফীক দান করেন। আমাদের জীবন, আমাদের ধন-সম্পদ এবং আমাদের পরিবার-পরিজনে আল্লাহ সুখ দান করেন এবং জীবন আল্লাহ প্রদত্ত ক্ষণস্থায়ী আমানত। (তোমার পুত্রও একটি আমানত বিশেষ ছিল) আল্লাহ তোমাকে তার দ্বারা খুশী এবং ঈর্ষণীয় সুখ দান করেছেন এবং এখন বিরাট পুণ্যের বিনিময়ে তাকে তোমার নিকট থেকে উঠিয়ে নিয়েছেন। তুমি যদি পুণ্যের প্রত্যাশায় ধৈর্য ধারন কর, তাহলে বিরাট পুরষ্কার, অশেষ অনুগ্রহ এবং হিদায়াত তোমার জন্য থাকবে। তোমার অস্থিরতা ও হা-হুতাশ যেন তোমার পুরষ্কারকে বিনষ্ট করে না দেয়। এমন করলে তুমি অনুতপ্ত হবে। মনে রাখবে অস্থিরতা কোন মৃত ব্যক্তিকে ফিরিয়ে আনতে পারে না এবং কোন শোককে দূর করতে পারে না। যা হবার তা হয়েই গিয়েছে। ওয়াসসালাম।
- والله اعلم باالصواب -
সুত্র
- الدر المختار, খন্ড: ২, পৃষ্ঠা: ২৩৯
আনুষঙ্গিক ফতোয়া
- একই পণ্য কারো কাছে কম কারো কাছে বেশি দামে বিক্রি করা
- ইন্তেকালের সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তা'য়ালা আনহার বয়স
- একাধিকবার বিবাহ হওয়া মহিলার স্বামী জান্নাতে কে হবে
- মৃত্যুর পর ধুমধাম করে খাওয়া-দাওয়ার অনুষ্ঠান করা
- স্ত্রী, দুই মেয়ে, আপন দুই বোন এবং বোনের সন্তানরা ও বড় ভাইয়ের সন্তানদের মাঝে মিরাস বন্টন
- হজ্বের টাকা জমা রেখে ইন্তেকাল করলে করণীয়
- নামাযের কাফফারা আদায়
- স্বামীর ইন্তেকালে ইদ্দত পালন