
প্রশ্ন
কোন আযানের জবাব দেওয়া উচিৎ? সুন্নাত তরীকার খিলাপ হলেও কি আমাকে জবাব দিতে হবে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
সুন্নাত তরীকানুযায়ী আযান না হলে তার মৌখিক জবাব দেয়া আবশ্যক নয়।
- والله اعلم باالصواب -
সুত্র
- আদদুররুল মুখতার, খন্ড: ১, পৃষ্ঠা: ৩৭৯