
প্রশ্ন
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
তাসবীব অর্থাৎ আযানের পর জামা‘আতের কিছুক্ষণ পূর্বে যিকির তাসবীহ, আসসালাতু জামি‘আ” অথবা নামায প্রস্তুত” ইত্যাদি শব্দের মাধ্যমে নামাযের জন্য যেভাবে ডাকাডাকি করা হয়, এতে মানুষের অনেক উপকার হয়। মসজিদে মুসল্লিদের সংখ্যাও বৃদ্ধি পায়। কেননা গভীর রাতে ঘুমানোর কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকের পক্ষেই আযানের পর জাগ্রত হওয়া সম্ভব হয় না। এমনকি অনেকের নামাযও কাযা হয়ে যায়। কিন্তু জামা‘আতের পূর্বে এ ডাকাডাকি করার ফলে অনেকের পক্ষে জামা‘আতে অংশগ্রহণ করা সম্ভব হয়। আর কেউ যদি জামা‘আতে শরীক হতে নাও পারে, তারপরও অন্ততঃ একা নামায আদায় করে নিতে পারে। এদিকে লক্ষ্য করেই উলামায়ে কিরাম ফজরের সময় আযানের পর পুনরায় নামাযের জন্য ডাকাডাকি করা উত্তম হিসেবে আখ্যায়িত করেছেন। অন্যান্য নামাযের জন্যও এরূপ তাসবীবের অনুমতি আছে। কারণ বর্তমানে এ ফিতনার যুগে প্রত্যেক ওয়াক্তের নামাযের ক্ষেত্রেই মানুষের মাঝে উদাসীনতা পরিলক্ষিত হয়।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া দারুল উলুম, খন্ড: ২, পৃষ্ঠা: ১০,১৯৮
- ফাতাওয়া মাহমুদিয়া, খন্ড: ২, পৃষ্ঠা: ৩৬২
আনুষঙ্গিক ফতোয়া
- জামাতের আগে মাইকে এলান করা
- রামাযান মাসে সাহরীর জন্য মসজিদের মাইক দিয়ে ডাকাডাকি করা
- কাযা নামাযের জন্য আযান একামত দেওয়া
- এক মসজিদে আযান দিয়ে অন্য মসজিদে নামায আদায় করা
- আযান না দিয়ে জামাতে নামাজ আদায়
- একাকী বা ঘরে জামা‘আতের সাথে নামায আদায়ের ক্ষেত্রে আযান ও ইকামতের হুকুম
- ভাড়া নিয়ে পুনরায় ভাড়াদাতাকে ভাড়া দেওয়া
- আযানে ডানে ও বামে মুখ ফিরানো