মসজিদ-মাদ্রাসার বিধান Fatwa Cover

আযানের পর হাত উঠিয়ে দু‘আ করা

ইসলামী জিন্দেগীমসজিদ-মাদ্রাসার বিধান


প্রশ্ন

আমাদের গ্রামের লোকেরা আযানের পর হাত উঠিয়ে মুনাজাতের সুরতে দু‘আ পড়ে থাকেন। যারা তদ্রুপ করেন না তাদের প্রতি কটুক্তি করেন। শরী‘আতের দৃষ্টিতে এর ফায়সালা কি?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

আযানের পরে দু‘আ পড়ার ব্যাপারে আসল তরীকা হল-শুধু মুখে দু‘আ পড়বে। মুনাজাতের মত হাত তুলবে না। এটাই উত্তম। তবে যদি কেউ সঠিক মাসআলা না জানার কারণে আযানের দু‘আ পড়ার সময় হাত তুলে তাহলে তার সাথে কঠোরতা করা ঠিক নয়। সহজে নরম কথায় বুঝাতে পারলে বুঝাবে। নচেৎ তার অবস্থার উপর ছেড়ে দিবে। যারা আযানের দু‘আর মধ্যে হাত না উঠালে তিরষ্কার করে, তারা উত্তমের খেলাপ একটি বিষয় নিয়ে বাড়াবাড়ি করছে। তাদের উচিত এ ধরনের বিষয় নিয়ে বাড়াবাড়ি না করা।

- والله اعلم باالصواب -

সুত্র

  • মাজমু’আতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৪৪
  • ইমদাদুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৬১
  • ফাতাওয়া রহীমিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৬