
আল্লাহর রাস্তায় ধুলাবালি গায়ে লাগলে জাহান্নামের আগুন ত দুরের কথা জাহান্নামের ধুয়াও স্পর্শ করবে না’। এটার দলিল কি
আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিস•তাবলীগ•
প্রশ্ন
হুজুর, আমি জানতে চাই যে, আল্লাহর রাস্তায় ধুলাবালি গায়ে লাগলে জাহান্নামের আগুন ত দুরের কথা জাহান্নামের ধুয়াও স্পর্শ করবে না’। এটার দলিল কি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
عن أبي هريرة أن النبي صلى الله عليه و سلم قال : (لا يجتمع غبار في سبيل الله ودخان جهنم في جوف عبد مسلم অনুবাদ-হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-আল্লাহর রাস্তার ধুলাবালি আর জাহান্নামের ধোঁয়া কোন মুসলিমের পেটে একত্র হতে পারে না। সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২৭৭৪ সুনানে বায়হাকী কুবরা, হাদীস নং-১৮২৮৯ আদাবুল মুফরাদ, হাদীস নং-২৮১ সুনানে নাসায়ী কুবরা, হাদীস নং-৪৩২০ আল মু’জামুল আওসাত, হাদীস নং-১৯১১ সহীহ ইবেন হিব্বান, হাদীস নং-৩২৫১ মুসনাদুল বাজ্জার, হাদীস নং-২৭২২ মুসনাদে আহমাদ, হাদীস নং-৭৪৮০ মুসনাদুল হুমায়দী, হাদীস নং-১০৯১ মুসনাদুশ শামীন, হাদীস নং-৩৫৬২ মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস নং-১৯৮৪৬ শুয়াবুল ঈমান, হাদীস নং-৩৯৫২
- والله اعلم باالصواب -
আনুষঙ্গিক ফতোয়া
- আল্লাহর রাস্তায় একটা আমল করলে ৪৯ কোটি গুন আমলের সওয়াব হয়’ এর দলিল কি
- নবীজী সাঃ এর পিতা মাতা জান্নাতী না জাহান্নামী এ বিষয়ে আলোচনা করা উচিত নয়
- ওজু ছাড়া কুরআন স্পর্শ করা যায় কি না
- তাকদীরের উপর নির্ভর করে আমল ছেড়ে দেয়া
- জান্নাতী ও জাহান্নামীদের দেহের আকৃতি
- আত্মহত্যাকারী কি চিরস্থায়ী জাহান্নামী হবে
- অমুসলিম পরিবারে জন্ম নেয়া ব্যক্তি যার কাছে ইসলামের দাওয়াত পৌঁছেনি সে কেন জাহান্নামী হবে
- তাবলীগ জামাতে প্রচলিত ইকরামুল মুসলিমীন সম্পর্কিত তিন বক্তব্যের দলীল