
প্রশ্ন
মুনাজাতে প্রথমে আল্লাহুম্মা আমীন বলে মুনাজাত আরম্ভ করা এবং মুনাজাতের শেষে বহক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুনাজাত সমাপ্ত করা কতটুকু শরী‘আত সম্মত?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
মুনাজাতের শুরুতে হামদ- সালাত পড়ে দু‘আ শুরু করা তেমনিভাবে মুনাজাতের শেষে হামদ-সালত এবং আমীন বলে দু‘আ শেষ করার কথা হাদীসে প্রমাণিত আছে। প্রশ্নে উল্লেখিত পন্থা কোন কিতাবে বর্ণিত নেই। সুতরাং তা শরী‘আত পরিপন্থী এবং এ ধরনের প্রথাকে অভ্যাসে পরিণত করা বিদ‘আত। অতএব তা বর্জন করা মুসলমানদের দ্বীনী দায়িত্ব।
- والله اعلم باالصواب -
সুত্র
- মিশকাত, পৃষ্ঠা: ২৭
- আহসানুল ফাতাওয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৩৭৪