
প্রশ্ন
একটি বিষয়ে কয়েকদিন যাবত খুবই পেরেশানীতে। আমি বাংলা ইসলামী বই হাদীস গ্রন্থগুলোতে আল্লাহ তাআলা প্রথমে কি সৃষ্টি করেছেন এ বিষয় নিয়ে বিপরীতমুখী বক্তব্য দেখতে পাচ্ছি। এক স্থানে দেখলাম প্রথমে কলম সৃষ্টি করা হয়েছে। আরেক স্থানে দেখলাম প্রথমে আরশ সৃষ্টি করা হয়েছে। আরেক স্থানে দেখলাম প্রথমে রাসূল সাঃ এর নূর সৃষ্টি করা হয়েছে। আরেক স্থানে দেখলাম প্রথমে রাসূল সাঃ এর রূহ সৃষ্টি করা হয়েছে। প্রথমে সৃষ্টি করা হয়েছে আকল। এসব বিপরীতমুখী বক্তব্যের সমাধান কি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
মূলত হাদীসগুলো বিপরীতমুখী নয়। রূহ আর নূর একই বস্তু। মূল বিষয় হল প্রথমে সৃষ্টি বলতে এখানে উদ্দেশ্য হল আপন প্রজাতির মাঝের প্রথম সৃষ্টি বুঝানো এসব বর্ণনা দ্বারা বুঝানো উদ্দেশ্য। অর্থাৎ রূহ প্রজাতির মাঝে প্রথমে রাসূল সাঃ এর রূহ প্রথমে সৃষ্টি করা হয়। কলমের প্রজাতির মাঝে প্রথমে কলম সৃষ্টি করা হয়। আকলের প্রজাতির মাঝে প্রথমে রাসূল সাঃ এর আকল প্রথমে সৃষ্টি করা হয়। এভাবে বিষয়গুলো ধরে নিলে হাদীসগুলোতে আর কোন বিপরীতমুখিতা বাকি থাকে না।
- والله اعلم باالصواب -
সুত্র
- مرقاة المفاتيح, খন্ড: ১, পৃষ্ঠা: ১৬৭
আনুষঙ্গিক ফতোয়া
- একটি অযৌক্তিক প্রশ্নঃ আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছেন
- “নবীকে সৃষ্টি করা না হলে কোন কিছুই সৃষ্টি হতো না” মর্মের বক্তব্যটি কি হাদীস
- ফাযায়েলে সদাকাতে লিখিত রশীদ আহমদ গঙ্গুহী রহঃ এর লিখিত পত্রে কি শিরক আছে
- তওবা করার পরও কি আখেরাতে শাস্তি হবে
- আল্লাহু আকবারের “আল্লাহ” শব্দে মদ্দের পরিমান
- যারা লোকদের ভাল কথা শিক্ষা দেয় তাদের উপর আল্লাহ তায়ালা তার ফেরেশতাগণ, আসমান-জমীনের সমস্ত মাখলুক এমনকি পিপড়া আপন গর্তে এবং পানিতে মাছ রহমতের দোয়া করতে থাকে
- ফাজায়েলে আমলে বর্ণিত হযরত উম্মে কুলসুম রাঃ সম্পর্কিত হাদীস নিয়ে মিথ্যাচারের জবাব
- একটি নদী দিয়ে আল্লাহ তায়া'লার পরীক্ষা