
প্রশ্ন
লোকমুখে শোনা যায় যে, আহার অবস্থায় সালাম দেওয়া ঠিক নয়। এমনিভাবে আগন্তুক এসে ঘরের লোকজনকে আহার অবস্থায় পেলে সালাম দিতে হয় না। প্রশ্ন হল, এই প্রচলিত কথাগুলো কি সঠিক?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
আহারকারী অন্যকে সালাম দিতে পারবে। এ সময় অন্যকে সালাম দেওয়া নিষিদ্ধ নয়। তদ্রূপ আহারকারীকেও সালাম দেওয়া বৈধ। তবে এ সময় সালাম দেওয়া যদি তার কষ্ট বা বিরক্তির কারণ হয় তাহলে সালাম দেওয়া থেকে বিরত থাকবে। কেননা, এমন হলে সে অবস্থায় সালাম দেওয়া মাকরূহ হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- রদ্দুল মুহতার, খন্ড: ১, পৃষ্ঠা: ৬১৭
- আলমাজমূ’, খন্ড: ৪, পৃষ্ঠা: ৪৬৯
- ফাতহুল বারী, খন্ড: ১১, পৃষ্ঠা: ১৯
আনুষঙ্গিক ফতোয়া
- কওমী মাদরাসায় যাকাত প্রদান করলে যাকাত আদায় হয় না
- ওযুর প্রয়োজন নেই এমন আমলের জন্য পানি থাকা অবস্থায় তায়াম্মুম করা
- ফাতাওয়া প্রদানের অধিকার
- বিধর্মীদের কিভাবে সম্মান দেখাবে তাদের আদাব, নমস্তে বলার হুকুম কি তাদের সালাম দেয়া যাবে কি
- দান সদকা কাদের দেয়া যাবে
- সিজদারত অবস্থায় মাটি থেকে পা উঠে যাওয়া
- দীর্ঘকালীন ভাড়া চুক্তি করে মোটা অংকের অর্থ গ্রহণ বৈধ কি না
- জুমু‘আর সানী আযান বাইরে হবে না ভিতরে