নামায Fatwa Cover

আয়না সামনে নিয়ে নামায পড়লে নামায হবে কি

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসনামায


প্রশ্ন

আয়না সামনে নিয়ে নামাজ পরলে কি নামাজের কোন ক্ষতি হবে?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

আয়নার সামনে নামায পড়া অবস্থায় যদি আয়নার দিকে চোখ একদম না ফিরায়, বরং নিচের দিকে ফিরে নামায আদায় করে, তাহলে নামাযে কোন সমস্যা নেই। কিন্তু যদি আয়নার দিকে বারবার তাকানো হয়, বা এর দ্বারা নামাযের খুশুখুশু নষ্ট হয়, তাহলে এর দ্বারা নামায মাকরূহ হবে।

- والله اعلم باالصواب -

সুত্র

  • رد المحتار, খন্ড: , পৃষ্ঠা: ৬৫৪
  • البحر الرائق, খন্ড: , পৃষ্ঠা: ৬৫
  • تبيين الحقائق, খন্ড: , পৃষ্ঠা: ৪২০