নামায Fatwa Cover

ইকামতের কালিমা কয়টি

ইসলামী জিন্দেগীনামায


প্রশ্ন

অনেককে দেখা যায় যে, তারা ইকামতের বাক্যগুলো একবার করে বলে। অনেকে ইকামতের বাক্য আযানের মত ডবল করে ১৭ টি বাক্য উচ্চারণ করে। এ ব্যাপারে সঠিক বিষয়টি জানিয়ে কৃতজ্ঞ করবেন।


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রশ্নে বর্ণিত উভয় বিষয়ের ব্যাপারে হাদীস বর্ণিত রয়েছে। তবে ১৭ কালিমা বিশিষ্ট হাদীসের উপর অধিকাংশ সাহাবীদের আমল ছিল। আযানের স্বপ্নদ্রষ্টা হযরত আব্দুল্লাহ ইবনে যায়িদ রাযি. নিজেই হুজুর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর নির্দেশে হযরত বিলাল রাযি. কে আযানের ১৫ টি কালিমা শিক্ষা দেন। হুযুর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেন- ইকামত আযানের ন্যায়। তবে কাদকামাতিস সালাহ দু্ইবার বলবে। সুতরাং মোট ইকামতের শব্দ হয়ে গেল ১৭ টি। যেমনঃ হযরত আবূ মাহযূরা রাযি. হতে বর্ণিতঃ হুযূর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম হযরত আবূ মাহযূরা রাযি. কে ইকামতের ১৭টি কালিমা শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন।

- والله اعلم باالصواب -

সুত্র

  • মিশকাত শরীফ, খন্ড: , পৃষ্ঠা: ৬৩