
প্রশ্ন
কোন লোক যদি অহেতুক কোন প্রাণী হত্যা করে, তাহলে তার ইবাদত বাতিল হবে কি- না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
ইচ্ছাকৃতভাবে কোন প্রাণীকে অনর্থক মেরে ফেলা নিঃসন্দেহে কবীরা গুনাহ। কেননা, এর দ্বারা প্রথমতঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হুকুম অমান্য করা হয়। দ্বিতীয়তঃ মাল নষ্ট করা হয়, যা অপচয়। তৃতীয়তঃ আল্লাহর নেয়ামতের নাশুকরী করা হয়। এমনিভাবে প্রাণীকে কষ্ট দেয়া হয়। অথচ শরীয়তে যবেহের সময় প্রাণীকে বেশী কষ্ট না দেয়ার জন্য ভাল করে ছুরি ধারালো করানোর নির্দেশ দেয়া হয়েছে। যদি কেউ অহেতুক কোন প্রাণীকে হত্যা করে থাকে তবে তার খাঁটি অন্তরে আল্লাহর নিকট তাওবা করা উচিত এবং এর দ্বারা আমল বাতিল হবে না।
- والله اعلم باالصواب -
সুত্র
- মুসলিম শরীফ, খন্ড: ২, পৃষ্ঠা: ১৫২
- আবূ দাউদ শরীফ, খন্ড: ২, পৃষ্ঠা: ৩৬২
- সূরা: আন’আম, আয়াত: ১৪১
- সূরা: ইবরাহীম, আয়াত: ৬
আনুষঙ্গিক ফতোয়া
- ইচ্ছাকৃত রোজা ভঙ্গ করা
- ইচ্ছেকৃত রোযা ভঙ্গ করলে কাযা আবশ্যক না কাফফারা
- রোজা অবস্থায় ইচ্ছাকৃত বমি করা
- ইসলাম প্রচারের স্বার্থে কোন কিছু ভিডিও করা
- প্রাণীর ছবি ব্যতীত চিত্রাংকন
- ছবি সম্বলিত কাপড় পরে নামায হবে কিনা
- প্রাণী বিজ্ঞানের ছাত্রদের জন্য প্রাণীর ছবি আঁকা জায়েজ
- ছেলের স্ত্রীকে স্পর্শ করার দ্বারা কি স্ত্রীটি ছেলের জন্য হারাম হয়ে যায়