
প্রশ্ন
এক ব্যক্তি গত রমযানে রোযা রাখার নিয়তে রাত্রিবেলায় সাহরী খেয়েছে। দিনের বেলায় যখন সূর্য উদিত হয় এবং চারদিকে আলো ছড়িয়ে পড়ে তখন লোকটি ভাবল আজ আমি রোযা রাখব না। তাই আমি আমার রাত্রের নিয়ত ত্যাগ করলাম। এই বলে সে ইচ্ছাকৃত পানাহার করে ফেলে। জানার বিষয় এই যে, তার এই কাজটি ঠিক হয়েছে কি? এর কারণে তার উপর কাফফারা ওয়াজিব হবে কি? জানিয়ে কৃতজ্ঞ করবেন।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
লোকটির বিনা ওজরে এভাবে ইচ্ছাকৃত রোযা ভঙ্গ করা সম্পূর্ণ না-জায়েয হয়েছে। তাকে উক্ত রোযার কাযা ও কাফফারা উভয়টি আদায় করতে হবে এবং কায়মনোবাক্যে আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে তওবা-ইস্তিগফার করতে হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ১৯৫
- ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: ২, পৃষ্ঠা: ৩৬১
- আদ্দুররুল মুখতার, খন্ড: ২, পৃষ্ঠা: ৩৮০
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২০৫
- আদ্দুররুল মুখতার, খন্ড: ২, পৃষ্ঠা: ৪১২
- সহীহ বুখারী, খন্ড: ১, পৃষ্ঠা: ২৫৯
আনুষঙ্গিক ফতোয়া
- ইচ্ছেকৃত রোযা ভঙ্গ করলে কাযা আবশ্যক না কাফফারা
- রোজা অবস্থায় ইচ্ছাকৃত বমি করা
- মুসাফিরের রোজা রেখে ভেঙ্গে ফেলার হুকুম
- রোজা অবস্থায় ভুলবশত পানি পানের দ্বারা রোজা ভেঙ্গে গেছে ভেবে পানাহার করলে করণীয়
- রোজা অবস্থায় মুখ ভরে বমি করা
- রোজা অবস্থায় নেবুলাইজার ব্যবহার করা
- রোযা অবস্থায় ইনজেশন নিলে রোযা ভঙ্গ না হওয়ার কারণ
- স্বপ্নদোষে রোযা ভঙ্গ হয়েছে সন্দেহ করে কিছু খেলে