
ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে ওষুধ প্রবেশ করালে বা রক্ত বের করলে অজু ভেঙ্গে যাবে
আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিস•নামায•
প্রশ্ন
ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে ওষুধ প্রবেশ করালে অজু ভাঙ্গবে কি? ইঞ্জেকশনের মাধ্যমে শরীর থেকে রক্ত বের করলে অজুর হুকুম কি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে অষুধ প্রবেশ করালে অজু ভাঙ্গবে না। কারণ ইঞ্জেকশনের মাধ্যমে যদি সূচের আগা দিয়ে অল্প রক্ত বেরও হয়, সেটি প্রবাহিত পরিমাণ হয় না। তাই এতে অজু ভাঙ্গে না। যদি প্রবাহিত হয়ে যেত এমন পরিমাণ হয়, তাহলে এতে অজু ভেঙ্গে যাবে। তবে যদি সিরিঞ্জের মাধ্যমে রক্ত বের করে আনা হয়, তাহলে এর দ্বারা অজু ভেঙ্গে যাবে। কারণ এই পরিমাণ রক্ত বের হয়, যা প্রবাহিত পরিমাণ হয়ে থাকে।
- والله اعلم باالصواب -
সুত্র
- الفتاوى الهندية, খন্ড: ১, পৃষ্ঠা: ৬
আনুষঙ্গিক ফতোয়া
- এন্ডোসকপি করালে ওজু ভেঙ্গে যাবে
- রোজা অবস্থায় নেবুলাইজার ব্যবহার করা
- নাক দিয়ে জমাট রক্ত বের হলে অজুর হুকুম
- ওজু ছাড়া কুরআন পড়া যাবে কি
- ওজু ছাড়া কুরআন স্পর্শ করা যায় কি না
- ইতিকাফ অবস্থায় জানাযার জন্য মসজিদ থেকে বের হওয়া
- রোযা অবস্থায় ইনজেশন নিলে রোযা ভঙ্গ না হওয়ার কারণ
- নামায আদায় করা অবস্থায় দাঁতের গোঁড়া দিয়ে রক্ত বের হলে