নামায Fatwa Cover

ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে ওষুধ প্রবেশ করালে বা রক্ত বের করলে অজু ভেঙ্গে যাবে

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসনামায


প্রশ্ন

ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে ওষুধ প্রবেশ করালে অজু ভাঙ্গবে কি? ইঞ্জেকশনের মাধ্যমে শরীর থেকে রক্ত বের করলে অজুর হুকুম কি?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে অষুধ প্রবেশ করালে অজু ভাঙ্গবে না। কারণ ইঞ্জেকশনের মাধ্যমে যদি সূচের আগা দিয়ে অল্প রক্ত বেরও হয়, সেটি প্রবাহিত পরিমাণ হয় না। তাই এতে অজু ভাঙ্গে না। যদি প্রবাহিত হয়ে যেত এমন পরিমাণ হয়, তাহলে এতে অজু ভেঙ্গে যাবে। তবে যদি সিরিঞ্জের মাধ্যমে রক্ত বের করে আনা হয়, তাহলে এর দ্বারা অজু ভেঙ্গে যাবে। কারণ এই পরিমাণ রক্ত বের হয়, যা প্রবাহিত পরিমাণ হয়ে থাকে।

- والله اعلم باالصواب -

সুত্র

  • الفتاوى الهندية, খন্ড: , পৃষ্ঠা: