
প্রশ্ন
আমি ইটের ব্যবসা করি। ইটের ভাটা আছে। জানতে চাই, ভাটার যাকাত আদায় করব কীভাবে? কিছু ইট কাঁচা কিছু ইট ভাটায় পুড়ছে আর কিছু পরিপূর্ণ ইট। আবার মাটিও কিনে রাখি। লাকড়ি ও কয়লার স্টক থাকে। এগুলোর উপর যাকাত দিতে হবে কি না? দিলে কী উপায়ে।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
কাঁচা, পাকা ইট এবং যে ইট পুড়ছে এগুলোর যাকাত দিতে হবে। তদ্রূপ ইট তৈরির জন্য যে মাটির মজুদ রাখা হয়েছে তারও যাকাত দিতে হবে। এসব কিছু পাইকারী বিক্রি করে দিলে যে দাম পাওয়া যায় সে হিসেবে যাকাত দিবে। আর ভাটার জ্বালানী হিসাবে যে কয়লা বা লাকড়ির স্টক থাকবে তার যাকাত দিতে হবে না।
- والله اعلم باالصواب -
সুত্র
- হাশিয়াতুত্তাহতাবী আলাদ্দুর, খন্ড: ১, পৃষ্ঠা: ৪০৮
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ১৭২
- আলবাহরুর রায়েক, খন্ড: ২, পৃষ্ঠা: ২২৮
- আননাহরুল ফায়েক, খন্ড: ১, পৃষ্ঠা: ৪৩৯
- ফাতহুল কাদীর, খন্ড: ২, পৃষ্ঠা: ১৬৬
- রদ্দুল মুহতার, খন্ড: ২, পৃষ্ঠা: ২৬৫
আনুষঙ্গিক ফতোয়া
- যাকাতের কথা উল্লেখ না করে যাকাত দেওয়া
- যাকাতের অর্থ এবং যাকাত আদায় না করার ক্ষতি
- ডেকোরেটরের জিনিসপত্রের উপর যাকাত
- কওমী মাদরাসায় যাকাত প্রদান করলে যাকাত আদায় হয় না
- নিত্য পণ্য, টাকা, ডিপিএস, সুদী টাকার উপর যাকাত
- পাওনা টাকা যাকাত হিসেবে দিয়ে দেওয়া
- ঋণের টাকা যাকাতের নিয়তে মাফ করে দেওয়া
- যাকাতের টাকা সন্তানকে দেওয়া