
প্রশ্ন
আমি মসজিদের মুআযযিন। গত রমযানের শেষ দশকে মসজিদে ইতিকাফ করেছিলাম। ইতিকাফের সময়ও আমাকে আযান দিতে হত। আযান দেওয়ার স্থানটি মসজিদের একটু বাইরে একটা রুমে। মসজিদ থেকে একটু বের হয়ে সেখানে যেতে হয়। এক ভাই আমার এ অবস্থা দেখে বললেন, আমার মসজিদ থেকে বের হয়ে সেখানে গিয়ে আযান দেওয়া বৈধ হয়নি। হুযুরের নিকট জানতে চাচ্ছি, আমার জন্য মসজিদের বাইরে কামরায় গিয়ে আযান দেওয়া বৈধ হয়েছে কি না? আমার ইতিকাফ কি নষ্ট হয়ে গেছে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রশ্নোক্ত ব্যক্তির কথা ঠিক নয়। আযানের জন্য বাইরে আযানস্থলে যাওয়ার দ্বারা আপনার ইতিকাফ নষ্ট হয়নি। কারণ ইতিকাফ অবস্থায় আযানের জন্য মসজিদের বাইরে যাওয়ার অনুমতি আছে।
- والله اعلم باالصواب -
সুত্র
- কিতাবুল আছল, খন্ড: ২, পৃষ্ঠা: ১৯১
- শরহু মুখতাসারিত তাহাবী, খন্ড: ২, পৃষ্ঠা: ৪৭৫
- ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২৪৪
- খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২৬৯
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২১২
আনুষঙ্গিক ফতোয়া
- এতেকাফ অবস্থায় আযান দেওয়া
- ইতিকাফ অবস্থায় জানাযার জন্য মসজিদ থেকে বের হওয়া
- রমজানের শেষ দশকের এতেকাফে গোসলের জন্য মসজিদ থেকে বের হওয়া
- পঞ্চেগানা মসজিদে এতেকাফে বসা
- ইতিকাফ অবস্থায় জানাযার নামাজ পড়লে ইতিকাফ নষ্ট হবে কি না
- ইতিকাফ অবস্থায় প্রয়োজনে মসজিদ থেকে বের হয়ে আলাপচারিতায় লিপ্ত হলে ইতিকাফ নষ্ট হবে কি না
- ইতিকাফ অবস্থায় হাফেজ সাহেবের অন্য মসজিদে তারাবীহ পড়ানো
- মসজিদের জন্য ওয়াকফ করা স্থানে মাদ্রাসার কার্যক্রম পরিচালনা করা যাবে কিনা