
ইতিকাফ অবস্থায় প্রয়োজনে মসজিদ থেকে বের হয়ে আলাপচারিতায় লিপ্ত হলে ইতিকাফ নষ্ট হবে কি না
মাসিক আল কাউসার•রোজা•
প্রশ্ন
গত রোযায় আমি এলাকার মসজিদে ইতিকাফে বসেছিলাম। মসজিদের বাথরুম অনেক নোংরা হওয়ায় তা ব্যবহারের অযোগ্য ছিল। ফলে টয়লেটের জন্য বাসায় আসতে হত। একদিন ঘরে এসে জরুরত পূর্ণ করার পর বেগম সাহেবের সঙ্গে একান্ত আলাপচারিতায় লিপ্ত হই। চার পাঁচ মিনিট পর সে আমাকে ইতিকাফের কথা স্মরণ করিয়ে দিলে তৎক্ষণাৎ আমি মসজিদে চলে আসি। হুযূরের কাছে জানতে চাচ্ছি যে, একান্ত আলাপচারিতা দ্বারা কি আমার ইতিকাফটি ভেঙে গেছে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রপ্রশ্নোক্ত অবস্থায় ঘরে এসে জরুরত পূর্ণ করার পর আলাপচারিতায় অতিরিক্ত সময় ব্যয় করার কারণে আপনার সুন্নত ইতিকাফ নষ্ট হয়ে গেছে। অবশিষ্ট দিনগুলো নফল হিসেবে গণ্য হয়েছে। যেদিন ইতিকাফ ভেঙে গেছে সে দিনটির জন্য আপনি পরবর্তীতে রোযাসহ একদিন ইতিকাফ কাযা করে নেবেন।
- والله اعلم باالصواب -
সুত্র
- সারাখসী, খন্ড: ৩, পৃষ্ঠা: ১১৭
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ৩, পৃষ্ঠা: ৩৮০
- আলজাওহারাতুন নাইয়িরা, খন্ড: ১, পৃষ্ঠা: ১৮৯
- রদ্দুল মুহতার, খন্ড: ২, পৃষ্ঠা: ৪৪৫
আনুষঙ্গিক ফতোয়া
- রমজানের শেষ দশকের এতেকাফে গোসলের জন্য মসজিদ থেকে বের হওয়া
- ইতিকাফ অবস্থায় জানাযার জন্য মসজিদ থেকে বের হওয়া
- ইতিকাফ অবস্থায় জানাযার নামাজ পড়লে ইতিকাফ নষ্ট হবে কি না
- ইতিকাফ অবস্থায় আজান দেওয়ার জন্য মসজিদ থেকে বের হওয়া যাবে কিনা
- এতেকাফ অবস্থায় আযান দেওয়া
- ইতিকাফ অবস্থায় হাফেজ সাহেবের অন্য মসজিদে তারাবীহ পড়ানো
- মসজিদের সিঁড়ি বাইরের অংশে হলে এতেকাফকারীর জন্য করণীয়
- পঞ্চেগানা মসজিদে এতেকাফে বসা