
প্রশ্ন
হজ্জে ইফরাদকারী হজ্জের পূর্বে উমরা করতে পারবে কি-না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
হজ্জে ইফরাদকারী হজ্জের পূর্বে উমরা করতে পারবে না। কারণ, ইফরাদকারী ব্যক্তি মীকাত অতিক্রম করার সময় শুধু হজ্জের নিয়্যত করে। তাই ইফরাদকারী ব্যক্তি মক্কায় পৌঁছে যে তাওয়াফ করবে তা উমরার তাওয়াফ হবে না। বরং তাওয়াফে কুদূম হবে। আর হজ্জের পূর্বে উমরা হজ্জ তামাত্তু কারীই করবে। ইফরাদকারীর জন্য ইহার সুযোগ নেই। হ্যাঁ, হজ্জের কাজ শেষ করে ১৩ই যিলহজ্জের পর উমরাহ করতে পারে। তবে তার জন্য উত্তম হল বাইতুল্লাহ শরীফের নফল তাওয়াফ বেশী বেশী করে করা।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া শামী, খন্ড: ২, পৃষ্ঠা: ৫০২
- মু’আল্লিমুল হুজ্জাজ, পৃষ্ঠা: ১৯৫
- رد المحتار, খন্ড: ২, পৃষ্ঠা: ৫০২
আনুষঙ্গিক ফতোয়া
- সাময়িকের জন্য প্রাপ্ত জমি ভাড়া দেওয়া
- হাজীদের জন্য কুরবানী করার নিয়ম
- সম্পদের ওয়ারিশের জন্য ওসীয়ত করা
- মসজিদের জন্য জমি ওয়াকফ করা
- জমি চাষ করতে দিয়ে বিক্রি করে দেওয়া
- ইহরাম অবস্থায় কি জাঙ্গিয়া পড়া যাবে
- মসজিদ নির্মাণের জন্য ওয়াকফকৃত জমি হওয়া আবশ্যক এক মসজিদের সম্পদ আরেক মসজিদে ব্যবহারের হুকুম কি
- উমরা আদায়কারীকে হাজী বলে সম্বোধন করা