সিরাত ও ইতিহাস Fatwa Cover

ইবরাহীম আলাইহিস সালাম-এর পিতা

মাসিক আল কাউসারসিরাত ও ইতিহাস


প্রশ্ন

আমরা আততরীক ইলাল কুরআন-গ্রন্থে পড়েছি যে, আযর হল হযরত ইবরাহীম আ.-এর পিতা। এ সম্পর্কে কুরআনের একটি আয়াতও পড়েছি। তা হল, واذ قال ابراهيم لابيه آزر اتتخذ اصناما آلهة এতে বোঝা যায় যে, আযর হযরত ইবরাহীম আ.-এর পিতা। কিন্তু আমরা শুনেছি যে, আযর নাকি ইবরাহীম আ.-এর পিতা না; বরং চাচা। তাহলে আয়াতে ‘লিআবীহি’ দ্বারা কী উদ্দেশ্য? আর আমাদের শ্রুত কথাটা কি ঠিক? বিস্তারিত দলীল-প্রমাণসহ জানালে কৃতজ্ঞ হব।


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

কোনো কোনো মুফাসসির এ ধরনের মত ব্যক্ত করে থাকলেও তা সঠিক নয়। সঠিক কথা হল, ‘আযর’ হযরত ইবরাহীম আ.-এর পিতাই এবং কুরআন মজীদে আসল অর্থেই পিতা বলা হয়েছে।

- والله اعلم باالصواب -

সুত্র

  • তাফসীরে ইবনে কাছীর (দারুল ফিকর), খন্ড: , পৃষ্ঠা: ২৪০
  • মাআরিফুল কুরআন (উর্দু), খন্ড: , পৃষ্ঠা: ৩৭৯
  • কাসাসুল কুরআন, খন্ড: , পৃষ্ঠা: ১০৯
  • তাফসীরে মাজেদী, খন্ড: , পৃষ্ঠা: ৫৬