নামায Fatwa Cover

ইমামতীতে দাঁড়ানোর জায়গা

ইসলামী জিন্দেগীনামায


প্রশ্ন

জনৈক ইমাম সাহেব একজন মুসল্লী নিয়ে নামায পড়ছিলেন। নিয়ম অনুযায়ী মুসল্লী ইমামের ডানদিকে ছিল। নামায পড়া অবস্থায় আরো দুইজন মুসল্লী এসে গেল। তখন মুসল্লীদের কি দায়িত্ব ছিল?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

তখন নিয়ম হল মুক্তাদীই পিছনে চলে আসবে এবং নবাগতরা তাদের দেখে দাঁড়াবে আর যদি ইমাম সাহেব স্বয়ং আগে চলে যান, তাহলে তাতেও কোন অসুবিধা নেই। তবে প্রথম সুরত ‍উত্তম।

- والله اعلم باالصواب -

সুত্র

  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ৫৬৭