
প্রশ্ন
যদি ইমাম সাহেব রুকু থেকে উঠার সময় উচ্চস্বরে তাকবীর বলতে ভুলে যান তাহলে কি তাকে সাহু সিজদা করতে হবে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
না, এ কারণে সাহু সিজদা করতে হবে না। ইমামের জন্য উচ্চস্বরে তাকবীর বলা সুন্নত। আর সুন্নাত ছুটে গেলে সাহু সিজদা ওয়াজিব হয় না।
- والله اعلم باالصواب -
সুত্র
- তাবয়ীনুল হাকায়েক, খন্ড: ১, পৃষ্ঠা: ১০৬
- ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৫১১
- খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৫৩
- আলবাহরুর রায়েক, খন্ড: ১, পৃষ্ঠা: ৩০৩
আনুষঙ্গিক ফতোয়া
- রুকুর তাকবীর না বলে রুকুতে চলে গেলে করণীয়
- ইমাম সাহেবকে রুকূতে পাওয়া গেলে
- রুকুতে যেতে যেতে তাকবীরা তাহরীমা বললে নামায হবে কি
- ইমামের তাকবীরে তাহরীমার পূর্বেই মুক্তাদীর তাকবীরে তাহরীমা বলা
- ফরয নামাযের সালাম ফেরানোর পর কোনো প্রকার কথাবার্তা বলার আগেই তাকবীরে তাশরীক বলা ওয়াজিব
- নবাগত মুক্তাদী রুকূতে যাওয়ার সাথে সাথেই ইমাম রুকূ হতে উঠে গেলে
- খুৎবার সময় মুক্তাদীর জন্য ঈমামের সাথে তাকবীরে তাশরীক বলা
- ফরজ নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাতে উচ্চস্বরে ক্বিরাত পড়া