
প্রশ্ন
জামা‘আতে নামাযরত অবস্থায় ইমামের পিছনে মুক্তাদীরা কি কি পড়ার অধিকার রাখে? মুক্তাদীগণ ২য় রাকা‘আতে বৈঠকের মধ্যে আত্তাহিয়্যাতু পড়তে পারবে কি? অথবা ৪র্থ রাকা‘আতে বৈঠকের মধ্যে আত্তাহিয়্যাতু, দরূদ, দু‘আয়ে মাসূরা পড়তে পারবে কি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
ইমামের পিছে মুক্তাদীর কোন রাকা‘আতে কিরা‘আত পড়তে হবেনা। বরং চুপ থাকবে। কিরা‘আত শুনা গেলে মনোযোগ সহকারে শুনতে থাকবে আর কিরা‘আত না শুনা গেলে অন্তরে (মুখে নয়) সূরা ফাতিহা খেয়াল করতে থাকবে। যেমন- হাদীস শরীফে আছে যে ব্যক্তির ইমাম থাকে তার ইমামের কিরা‘আতই তার জন্য কিরা‘আত (মুসলিম শরীফ)। অন্য হাদীসে এসেছে ইমামের পিছনে সূরা ফাতিহার খেয়াল করা আর কিরা‘আতের সময় চুপ থাকা। এমনিভাবে এ ব্যাপারে আরো অনেক হাদীস আছে। কিন্তু কিরা‘আত ব্যতীত অন্য কোন বিষয় সম্পর্কে যেমন তাশাহহুদ বা অন্যান্য সকল দু‘আ, তাসবীহ-এর ব্যাপারে এ ধরণের কোন হাদীস নেই যে, ইমাম পড়লে তার পক্ষ থেকে পড়া হয়ে যাবে। বরং এগুলো পড়ার জন্য হাদীসে নির্দেশ এসেছে। সুতরাং এগুলো ইমাম-মুক্তাদী, একা নামাযী সকলেরই এতটুকু আওয়াযে মুখে পড়তে হবে যাতে হালকা আওয়াজ নিজের কানে আসে।
- والله اعلم باالصواب -
সুত্র
- ইমদাদুল আহকাম, খন্ড: ২, পৃষ্ঠা: ৯৭
- মিশকাত শরীফ, খন্ড: ১, পৃষ্ঠা: ৮১
আনুষঙ্গিক ফতোয়া
- মুক্তাদীর জন্য তাশাহহুদ পড়া জরুরী কি-না ?
- মুসাফির ইমামের পিছনে মুকীম মুক্তাদির নামায
- মুক্তাদীদের নামাযের হিসাব ও ইমামতের নিয়ত
- মাসবূক যদি নিজ নামাযে ভুল করে
- টিভি দর্শনকারী ইমামের পিছনে নামাযের হুকুম
- রুকূ সিজদাহ থেকে ইমামের আগে মুক্তাদীর সোজা হয়ে যাওয়া
- মাসবূক যদি ইমামের পিছনে ভুল করে
- ইমামের সালাম ফেরানোর আগেই মুক্তাদির তাশাহহুদ, দরূদ ও দুআ সমাপ্ত হয়ে গেলে করণীয়