
প্রশ্ন
আমাদের মসজিদের ইমাম সাহেব জুমার নামাযে মেহরাবের কাছে দাঁড়ান আর ওয়াক্তিয়া নামাযগুলোতে মেহরাব ছেড়ে এক কাতার পিছনে দাঁড়ান। এখন আমার জানার বিষয় হল, ইমাম সাহেব ওয়াক্তিয়া নামাযে মেহরাব ছেড়ে এক কাতার পিছনে দাঁড়ানো জায়েয কি না? আর জায়েয হলেও তা অনুত্তম হবে কি না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
ইমাম সাহেবের জন্য মেহরাবে দাঁড়ানো সুন্নত। বিনা ওজরে মেহরাব বরাবর পিছনে কাতারের ঠিক মাঝখানে দাড়ালে অনুত্তম হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- রদ্দুল মুহতার, খন্ড: ১, পৃষ্ঠা: ৬৪৬
- ফাতাওয়া সিরাজিয়া, পৃষ্ঠা: ১১
- ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: ২, পৃষ্ঠা: ২১১
- ফাতাওয়া দারুল উলূম দেওবন্দ, খন্ড: ৩০, পৃষ্ঠা: ৩৬০
আনুষঙ্গিক ফতোয়া
- ইমাম সাহেবের মেহরাব ব্যতীত অন্যস্থানে দাঁড়ানো
- এক দুই কাতার ছেড়ে ইমামের দাঁড়ানো
- উপরের তলায় দাঁড়ানো মুসল্লিগণ যদি ইমামের সামনে দাঁড়ায় তাহলে নামায হবে কি
- মেহরাব কি মসজিদের অন্তর্ভুক্ত?
- ইমাম সাহেবকে রুকূতে পাওয়া গেলে
- নাবালক ছেলেরা নামাযের কাতারের মাঝে মাঝে দাঁড়াবে
- চার ইমামের চার মাযহাবের কারণে বিভক্তি ছড়িয়ে পড়েছে এজন্য চার ইমামকেই ছেড়ে দিতে হবে একতা রক্ষার জন্য”
- নামায আদায় করা অবস্থায় দাঁতের গোঁড়া দিয়ে রক্ত বের হলে