
প্রশ্ন
অনেককে বলতে শোনা যায় যে, ইমাম সাহেব রুকু থেকে উঠার সময় শুধু سمع الله لمن حمده বলবেন। ربنا لك الحمد বলবেন না। এ কথাটি কি সঠিক?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
ইমাম সাহেব রুকু থেকে দাঁড়িয়ে ربنا لك الحمد বলবে কি না-এ বিষয়ে একাধিক মত রয়েছে। তবে অগ্রগণ্য মত অনুযায়ী ইমামের জন্যও ربنا لك الحمد বলা উত্তম।
- والله اعلم باالصواب -
সুত্র
- সহীহ বুখারী, খন্ড: ১, পৃষ্ঠা: ১০৯
- ফাতহুল কাদীর, খন্ড: ১, পৃষ্ঠা: ২৬০
- আলবাহরুর রায়েক, খন্ড: ১, পৃষ্ঠা: ৩১৬
- আসসিআয়াহ, খন্ড: ২, পৃষ্ঠা: ১৮৬
- সহীহ মুসলিম, খন্ড: ১, পৃষ্ঠা: ১৯০
- শরহুল মুনইয়াহ, পৃষ্ঠা: ৩১৯
- ফাতহুল বারী, খন্ড: ২, পৃষ্ঠা: ৩৩১
- মাআরিফুস সুনান, খন্ড: ৩, পৃষ্ঠা: ২৬
- ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৫৩৮
- মুসান্নাফ ইবনে আবী শায়বা, খন্ড: ৩, পৃষ্ঠা: ৪৪৩
আনুষঙ্গিক ফতোয়া
- নবাগত মুক্তাদী রুকূতে যাওয়ার সাথে সাথেই ইমাম রুকূ হতে উঠে গেলে
- জামাতে শরিক হলেই ইমাম রুকু থেকে উঠে গেলে করণীয়
- ইমাম সাহেবকে রুকূতে পাওয়া গেলে
- রুকুর তাকবীর না বলে রুকুতে চলে গেলে করণীয়
- রাকাত পাওয়ার জন্যে ইমামের সাথে রুকুর ন্যূনতম সময়
- রুকু সিজদার তাসবীহ তিনবারের কম পড়া
- রুকূ সিজদাহ থেকে ইমামের আগে মুক্তাদীর সোজা হয়ে যাওয়া
- সেজদায়ে তিলাওয়াত পড়ার পর রুকুতে চলে গেলে ইমাম ও মুক্তাদীদের নামাযের হুকুম কি