
প্রশ্ন
একদিন আসরের নামাযের তৃতীয় রাকাতে ইমাম সাহেব তিনটি সেজদা করে। কিছু মুকতাদী তৃতীয় সেজদায় ইমাম সাহেবের অনুসরণ করেন। আর কিছু মুকতাদী অনুসরণ করেননি। ইমাম সাহেব নামায শেষে সেজদায়ে সাহুও করেননি। এখন তাদের নামাযের হুকুম কী?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
ইমাম সাহেব অতিরিক্ত সেজদা করার কারণে ইমাম এবং সকল মুকতাদীর উপর সেজদায়ে সাহু ওয়াজিব হয়েছে। কিন্তু সেজদায়ে সাহু না করার কারণে ইমাম মুক্তাদী সকলের জন্য নামাযটি পুনরায় পড়ে নেওয়া জরুরি। উল্লেখ্য এ ধরনের ভুলের ক্ষেত্রে ইমামের অনুসরণ না করাই নিয়ম। কিন্তু অনুসরণ না করলেও ইমামের ভুলের কারণে সকলের উপর সাহু সিজদা ওয়াজিব হয়ে যায়।
- والله اعلم باالصواب -
সুত্র
- খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ১৬১
- শরহুল মুনয়া, পৃষ্ঠা: ৫৮২
- রদ্দুল মুহতার, খন্ড: ১, পৃষ্ঠা: ৪৫৭
আনুষঙ্গিক ফতোয়া
- ইমাম ভুলবশত তিনটি সিজদা করলে করণীয়
- নামাযে সেজদার তেলাওয়াতের পর যথাসময়ে সেজদা না করলে করনীয়
- মাসবুকের দাঁড়ানোর পর ইমাম সাহু সেজদায় গেলে করণীয়
- মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় ইমাম সাহেব থেকে সিজদার আয়াত শোনা
- ওয়াজিব সাহু সিজদা না দিয়ে নামায শেষ করলে করণীয়
- নামাযের মধ্যে একটি সিজদা ভুলে গেলে
- মাইক বন্ধ হয়ে যাওয়ায় এক বা তিন সিজদাহ করলে
- ইমামের উচ্চস্বরে তাকবীর বলতে ভুলে গেলে করণীয়