
প্রশ্ন
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
এ প্রশ্নের উত্তর খুবই সহজ। আপনি লোকটিকে পাল্টা দু’টি প্রশ্ন করুন। যথা- ১. মুসলমান হওয়ার জন্য নবীর কালিমা পড়া আবশ্যক। তাহলে নবীজী সাঃ নিজে কোন নবীর কালিমা পড়েছেন? ২. জামাত সহীহ হওয়ার জন্য ইমামের পিছনে ইক্তিদা করা জরুরী। তাহলে ইমাম কার ইক্তিদা করে থাকে? এ দুই প্রশ্নের জবাবে গায়রে মুকাল্লিদটি যে জবাব দিবে আপনাকে করা প্রশ্নটিরও একই জবাব। সে নিশ্চয় বলবে যে, নবী নিজেইতো নবী। তাই তার অন্য কোন নবীর কালিমা পড়ে মুসলমান হওয়ার প্রয়োজন নেই। ঠিক তেমনি ইমাম নিজেই মুক্তাদা তথা ইমাম, তাই তার অন্য কারো ইক্তিদা করার প্রয়োজন নেই। এ জবাব যখন সে দিবে, তখন আপনি সাথে সাথে বলে দিন যে, ইমাম আবু হানীফা রহঃ নিজেইতো মুজতাহিদ তাই তার অন্য কারো তাকলীদের প্রয়োজন নেই। তাকলীদের প্রয়োজনতো গায়রে মুজতাহিদের জন্য। মুজতাহিদের জন্যতো তাকলীদের কোন জরুরতই নেই। তাই এ প্রশ্নটিই অজ্ঞতাসূচক প্রশ্ন। যেমন ইমাম কার ইক্তিদা করে, কিংবা নবী কার কালিমা পড়ে প্রশ্ন করা অজ্ঞতাসূচক প্রশ্ন।
- والله اعلم باالصواب -
আনুষঙ্গিক ফতোয়া
- চার খলীফার তাকলীদ রেখে চার ইমামের তাকলীদ কেন
- ইমাম আবু হানীফা রহঃ এর ছাত্রগণ কেন তার উস্তাদের বিরোধীতা করলেন
- ইমাম আবূ হানীফা রহঃ জঈফ রাবী ছিলেন
- ইমাম আবু হানীফা রহঃ এর ইত্তিবা তথা অনুসরণ করা উত্তম নাকি মুহাম্মদ সাঃ এর অনুসরণ করা উত্তম
- ফিক্বহে হানাফীর ইমাম আবু হানীফা রহঃ পর্যন্ত কোন সনদ নেই তাই তা গ্রহণযোগ্য নয়
- এক মাযহাব মানা মানে কি শুধু এক ব্যক্তিকে মানা
- কুরআন ও হাদীস থেকে ইমাম আবূ হানীফা রহঃ কে অনুসরণের দলীল দিন
- বিচার বিশ্লেষণ করে একেক সময় একেক মাযহাব মানতে সমস্যা কোথায়