নামায Fatwa Cover

ইশা ও বিতর কাযা পড়ার হুকুম

ইসলামী জিন্দেগীনামায


প্রশ্ন

ইশার নামায কাযা হলে, তা কোন সময় আদায় করতে হয় এবং বিতর নামায কাযা করা জরুরী কি-না?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ইশার নামায কাযাকারী যদি সাহেবে তারতীব হয় তাহলে ইশার নামাযের কাযা ফজরের পূর্বেই পড়তে হবে। সাহেবে তারতীব না হলেও ফজরের পূর্বে কাযা পড়া উচিত। তবে ফজরের পূর্বে কাযা না পড়লেও ফজরের নামায সহীহ হয়ে যাবে। বিতরের নামায কাযা হলে তার কাযা আদায় করা ওয়াজিব।

- والله اعلم باالصواب -

সুত্র

  • আদদুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৬৫
  • হিদায়া, খন্ড: , পৃষ্ঠা: ১৫৪
  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ৩৪২