নামায Fatwa Cover

ঈদের নামাজ সানা পড়ার সময়

মাসিক আল কাউসারনামায


প্রশ্ন

ঈদের নামাযে ছানা কখন পড়বে? চার তাকবীরের পরে নাকি প্রথম তাকবীরের পরে? জনৈক আলেম বলেছেন, অতিরিক্ত তাকবীরের পরে পড়বে। এ ব্যাপারে সঠিক সমাধান জানতে চাই।


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

বিশুদ্ধ মতানুযায়ী ঈদের নামাযেও তাকবীরে তাহরীমার পরে অতিরিক্ত তাকবীরের আগেই ছানা পাঠ করবে।

- والله اعلم باالصواب -

সুত্র

  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৬১৯
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৪৮০
  • তাহতাবী আলামারাকী, পৃষ্ঠা: ২৯১
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ১৭২