
প্রশ্ন
গত ঈদের নামায পড়তে ঈদগাহে গিয়েছিলাম। অনেক মানুষ হয়েছিল। ইমাম সাহেবের বয়ানের পর নামায শুরু হওয়ার আগ মুহূর্তে আমার ওযু ভেঙে যায়। আমি ঈদগাহে মাঠের মধ্যখানে ছিলাম। তো মনে হল যে, এখন যদি ওযু করতে যাই তাহলে নামায হয়তো আর পাব না। কী করব তা ভেবে পাচ্ছিলাম না। তাই আমি নামাযের নিয়ত ছাড়া সবার সাথে এমনি রুকু সিজদা করি। প্রশ্ন হল, আমার এ কাজটি কি ঠিক হয়েছে? এমন অবস্থায় আমার করণীয় কী?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
ঈদের জামাত শুরু হওয়ার পর অথবা জামাতের আগ মুহূর্তে যদি কেউ এমন অবস্থায় পড়ে যে, এখন ওযু করতে গেলে পুরো নামায ছুটে যাওয়ার আশংকা থাকে এবং পরে অন্য কোনো ঈদের জামাতে শরীক হওয়াও সম্ভব না হয়। তাহলে ঐ ব্যক্তি তায়াম্মুম করে নামায পড়ে নেবে। প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার জন্য এমনটি না করে নিয়ত ছাড়া এমনি রুকু সিজদা করা ভুল হয়েছে। এবং ঈদের নামায না পড়ার গোনাহ হয়েছে। এজন্য আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবেন।
- والله اعلم باالصواب -
সুত্র
- মুসান্নাফে ইবনে আবী শাইবা, পৃষ্ঠা: ৫,৯১৯
- কিতাবুল আছল, খন্ড: ১, পৃষ্ঠা: ৯৭
- আলবাহরুর রায়েক, খন্ড: ১, পৃষ্ঠা: ১৫৮
- হালবাতুল মুজাল্লী, খন্ড: ১, পৃষ্ঠা: ২৫৩
- আলইখতিয়ার, খন্ড: ১, পৃষ্ঠা: ৮৬
- মাজমাউল আনহুর, খন্ড: ১, পৃষ্ঠা: ৬৩১
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৩১
আনুষঙ্গিক ফতোয়া
- নামাযে বাজে চিন্তা আসলে করণীয় কী নামাযরত অবস্থায় ওজু চলে গেছে মনে হলে কী করবে
- তারাবীর নামাযে দ্বিতীয় রাকাতের পর দাঁড়িয়ে গেলে করনীয়
- জিম্মায় কাযা আছে ভেবে শুরু করা রোজা ভেঙে ফেলা
- ঈদের নামাযে শেষ রাকা‘আতের রুকুতে শরিক
- অজু করতে গেলে জানাজার নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা থাকলে করণীয়
- তাওয়াফ অবস্থায় অযু চলে গেলে করণীয়
- রুকুর তাকবীর না বলে রুকুতে চলে গেলে করণীয়
- ঈদ ও জুমআয় সাহু সেজদা নেই