
প্রশ্ন
ঈদের নামাযের পরে মু‘আনাকা করা জায়িয আছে কি-না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
কেবল ঈদের নামাযের পরে মু’আনাকা করার যে রীতি প্রচলিত হয়ে গেছে শরী‘আতে এর কোন ভিত্তি নেই। ফুকাহায়ে কিরাম একে মাকরূহ ও বিদ‘আত বলেছেন। এমনিতেই যে কোন সময় মুসলমানগণের পারস্পরিক সাক্ষাতের সময় মুসাফাহা এবং অনেক পরে সাক্ষাত হলে মু‘আনাকা করা বিধিবদ্ধ। কিন্তু ঈদের নামাযের সাথে এর কোন বিশেষত্ব নেই।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া রহীমিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২৮০
- শামী, খন্ড: ৬, পৃষ্ঠা: ৩৩৬
- ফাতাওয়া রশীদিয়া, পৃষ্ঠা: ১৪৮